ষড়যন্ত্রের সমুচিৎ জবাব দিতে প্রস্তুত আ’লীগ : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশ ও জনগনের স্বার্থ বিরোধী যেকোন ষড়যন্ত্রের সমুচিৎ জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।
আজ শুক্রবার দলের সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে যৌথ সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘অধিকাংশ কমিটির খসড়া জমা পড়েছে। চূড়ান্ত কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতার পরিচয় দিলেও এটিকে দূর্বলতা ভাবছে বিএনপি।
তিনি বলেন, ‘অবৈধ পথে চোরা গলি দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে বিএনপি। তারা দুঃস্বপ্নে বিভোর হয়ে আছেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘গণবিরোধী ও দেশবিরোধী কোন ষড়যন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণকে সাথে নিয়েই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
ওবায়দুল কাদের জানান, সীমিত পরিসরে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের করা হবে।